মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা খতিয়ে দেখতে মালদায় পৌঁছলেন মধ্যশিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি

মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রস্তুতি পর্ব এবং পরিকাঠামো খতিয়ে দেখতে মালদা এলেন মধ্যশিক্ষা পর্ষদের রাজ্য সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকাল দশটায় বন্দেভারত এক্সপ্রেস করে কলকাতা থেকে মালদায় আসেন রামানুজবাবু। এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ মালদা শহরের বাঁশবাড়ি এলাকার উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ে প্রথমেই মাধ্যমিক পরীক্ষার পরিস্থিতির তদারকি করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা শুরুর আগেই প্রধান শিক্ষক, ভেনু ইনচার্জদের সঙ্গে নিয়ে পরীক্ষার হলগুলি ঘুরে দেখেন তিনি। পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখার পাশাপাশি পরিকাঠামো ও মাধ্যমিকের প্রস্তুতি পর্বের প্রশংসা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এরপরই তিনি চলে যান কৃষ্ণমোহন গার্লস স্কুলে। সেখানেও পরীক্ষার্থীরা কি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনওরকম সমস্যা হচ্ছে কিনা সেই সব বিষয়ক তদরকি করেন রামানুজবাবু।
এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, প্রশ্নপত্র ফাঁস করে টোকাটুকি করে পরীক্ষা দিয়ে কোনও লাভ হয় না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে এবং আত্মবিশ্বাসী হওয়ার জন্য নিয়ম মেনেই পরীক্ষা দেওয়া উচিত। মূলত এই বার্তা দিতেই এদিন মালদায় আসা। এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিপর্ব এবং পরিকাঠামোর বিষয়গুলি ইংরেজবাজারের পাশাপাশি গাজোল, চাঁচল এলাকায় পরিদর্শন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলির সব জায়গায় পরিকাঠামো ব্যবস্থা ভালোই রয়েছে। পরীক্ষার্থীদের কোথাও কোনো রকম সমস্যা বা অভাব অভিযোগ নেই। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি এদিন ঘুরে দেখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =