বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বিশেষ দল পাঠাচ্ছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা, সেচ, কৃষি দপ্তরের সচিব-সহ শীর্ষ আধিকারিকরা ওই প্রতিনিধি দলে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ওই প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় নদী প্লাবিত হয়েছে রাস্তাঘাট ডুবে গিয়েছে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ চরম দুর্দশায় পড়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ কর্মীদের সঙ্গে নিয়ে ওইসব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ এবং উদ্ধারকার্য চালাচ্ছেন। তিনি নিজে পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলেছেন এবং মুখ্য সচিবকেও নিয়মিত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনা নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করবে।
ইতিমধ্যে বিপর্যস্ত এলাকারগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকার ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। জেলাগুলিকে প্রয়োজনে এনডিআরএফ এবং এসবিআরএফের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।