মালদা : হবিবপুরে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পাশে দাঁড়িয়ে তার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় সাহায্যের আশ্বাস দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার সকালে তিনি নির্যাতিতার বাড়িতে উপস্থিত হন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও, হবিবপুর ব্লক সভাপতি কিষ্টু মুর্মু, আদিবাসী নেতা অমল কিস্কু, তৃণমূল নেতা পিযূষ মন্ডল, সমীর সাহা-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, রাজ্য সরকার সর্বদা নির্যাতিতার পাশে থাকবে এবং তার পরিবারের পাশে থাকার সর্বোত্তম সহায়তা করবে।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন এও জানান যে, যদি পরিবার রাজি থাকে, তাহলে রাজ্য সরকার নির্যাতিতার পড়াশোনার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে বিজেপি এই ঘটনাকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। মন্ত্রী আরও বলেন, “ধর্ষক বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত, আমি চাই যে দোষীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।”
এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে উঠেছে। রাজ্যের প্রশাসনিক মহলও এই ঘটনাকে কেন্দ্র করে সতর্ক রয়েছে।