স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত, সুবিচারের দাবিতে অনড়

কলকাতা : সুবিচারের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সপ্তম দিনে পড়লো জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ। বৃষ্টি মাথায় নিয়েই নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাঁচ দফা দাবিকে সামনে রেখেই চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ।

সোমবার সপ্তম দিনেও অব্যাহত স্বাস্থ্যভবনের সামনে এই আন্দোলন৷ বৃষ্টি মাথায় নিয়েও নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। গত মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।

তারপরই সেখানে অবস্থানে বসেন তাঁরা৷ সেদিন থেকে জুনিয়র ডাক্তাররা মূলত পাঁচটি দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ এর মধ্যে রয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা-সহ স্বাস্থ্যভবনের একাধিক আধিকারিকের পদত্যাগের পাশাপাশি অন্যান্য দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =