সাংসদ- বিধায়কদের সংযত হতে নির্দেশ স্পিকারের

সাংসদ-বিধায়কদের মধ্যে প্রকাশ্যে পারস্পরিক কটু কথার আদানপ্রদান নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভা ভবনে মাতঙ্গিনী হাজরার জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নাম না করে এই ক্ষোভ প্রকাশ করেন। অধ্যক্ষ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে কটু কথার প্রতিযোগিতা চলছে। তাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের কাছে তিনি বাক সংযমের আবেদন জানান। সরাসরি নাম না করলেও এই বিষয়টিকে যে তিনি ভালো ভাবে দেখছেন না, তা একরকম স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিশেষ করে দলের গুরুদায়িত্বে থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করছেন তিনি। অধ্যক্ষ বলেন, আমি কারও নাম ধরে কিছু বলব না। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতানেত্রীরা একে-অপরের বিরুদ্ধে কটু কথা বলছেন। আমার মনে হয় এগুলো থেকে প্রত্যেকেরই বিরত থাকা উচিত।
সংবাদমাধ্যম কেউ এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করতে অধ্যক্ষ অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, কটু কথার প্রতিযোগিতায় সংবাদমাধ্যমের একটা বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, সংবাদমাধ্যম এ ধরনের ঘটনা বেশি প্রচার করে বলে সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। এক্ষেত্রে তিনি সংবাদমাধ্যমকে তাঁর নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, সংবাদমাধ্যমগুলি টিআরপির খেলায় নামছে কিন্তু এই ঘটনা খুব একটা ভালো কিছু হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 13 =