মাকে কুঁড়ে ঘরে রেখে আবাস যোজনার বাড়ি বিক্রি করল ছেলে

হুগলি: মাকে কুঁড়ে ঘরে রেখে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিক্রি করে দিল গুণধর ছেলে। এমনই ঘটনা ঘটেছে আরামবাগ ব্লকের তিরোল পঞ্চায়েতের কীর্তিচন্দ্রপুর এলাকায়। অসহায়ভাবে দিন কাটাচ্ছেন মা সালেয়ার বিবি। অন্যদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বের হওয়ায় এই বাড়ি কেনার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে কোনও সরকারি দপ্তরেই অভিযোগ জমা পড়েনি। ঘটনাটি ঘটেছে, আরামবাগ ব্লকের তিরোল গ্রাম পঞ্চায়েতের কীর্তিচন্দ্রপুর এলাকায়। সিভিক ভলান্টিয়ারের নাম আসরাফিল ইসলাম, তার বাড়ি ওই এলাকাতে বলে জানা গিয়েছে। অভিযোগ, গত পাঁচ থেকে ছয় বছর আগে ওই এলাকারই বাসিন্দা শেখ সাবির আলির একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বের হয় এবং তিনি বাড়িটির নির্মাণ কাজও শুরু করেছিলেন। এমন সময় তার আর্থিক সংকট হওয়ার কারণে ওই এলাকার সিভিক ভলান্টিয়ার আসরাফিল ইসলামকে এই বাড়িটি বিক্রি করে দেয় বলে জানা যায়। এরপরেই বেশ কয়েক বছর পর এই ঘটনা জানাজানি হতেই সরগরম আরামবাগের কীর্তি চন্দ্রপুর এলাকায়। প্রশ্ন উঠছে? সরকারি চাকরিরত সিভিক ভলান্টিয়ার কি করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিনতে পারেন? সরকারি প্রকল্পের টাকায় তৈরি হওয়ায় বাড়ি কি বিক্রি করা যায়, সেই প্রশ্নও উঠছে। সরকারি নিয়ম কি বা আইন কি আছে সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কিন্তু অসহায় মাকে মাটির ঘরে রেখে ছেলে বাড়ি বিক্রি করায় নিন্দার ঝড় এলাকায়। এই বিষয়ে সিভিক ভলান্টিয়ার আসরাফিল জানায় তারা না জেনেই এই বাড়িটি কিনেছেন। প্রধানমন্ত্রী যোজনার বাড়িটি জানার পর থেকেই সাবিরকে বাড়িটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন। বাড়িটি বিক্রি করে দিয়ে সাবির আলি নাকি বসবাস করত বর্ধমানে। এরপর বর্ধমান থেকে সে চলে যায় বিহারে। তাই তিনি বাড়িটি ফিরিয়ে দিতে পারেনি, যোগাযোগ হলে বাড়ি ফিরিয়ে দেবো বলে জানায় সিভিক ভলান্টিয়ার আসরাফিল। শেখ সাবীর আলির মা সালেয়ার বিবি জানান, আমার ছেলের বাড়ি, ছেলে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। আমি এখানে একাই থাকি। দু’বছর আগে বিক্রি করে দিয়েছে বাড়িটি। ছেলে বাইরে কাজ করে। সরকার থেকে বাড়িটা দিয়েছিল। ছেলে বাড়ি বিক্রি করে দেওয়ার সময়ও আমি জানতাম না পরে জানতে পারি।
এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া জানান, যদি বিডিও সাহেবের কাছে আবেদন আসে। অভিযোগ আসে নিশ্চয়ই খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে। সবমিলিয়ে এখন দেখার বিক্রি হয়ে যাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অসহায় মা সালেয়ার বিবি ফিরে পান কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =