নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বাবাকে পিটিয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে ময়লা ফেলা নিয়ে ঝগড়া শুরু হয় বাবা বাপন মাঝির সঙ্গে তাঁর স্ত্রী চম্পা মাঝির। ছেলে কালী মাঝি বাবা ও মাকে ঝগড়া করতে বারণ করেন। মা ঝগড়া থেকে সরে গেলেও বাবার সঙ্গে ছেলের ঝগড়া শুরু হয়। ছেলে কালি মাঝিকে বটি করে বাবা বাপন মাঝি তেড়ে গেলে ছেলে আরও রেগে যান বলে দাবি। পাশে পড়ে থাকা গাছের ডাল নিয়ে কালী মাঝি বাবার মাথায় সজোরে আঘাত করলে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাঁর বাবা। স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী।