যুদ্ধক্ষেত্র থেকে সমস্যার সমাধান আসতে পারে না : প্রধানমন্ত্রী

ভিয়েনতিয়েন : বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত প্রসঙ্গে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার লাও প্রজাতন্ত্রের ভিয়েনতিয়েনে ১৯-তম ইস্ট-এশিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে সমস্যার সমাধান আসতে পারে না। ভারত যুদ্ধের পক্ষপাতী নয়, তা ফের বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার ইস্ট-এশিয়া সম্মেলনে প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘাত চলছে তার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে গ্লোবাল সাউথের দেশগুলিতে। সবাই চায় ইউরেশিয়া হোক বা পশ্চিম এশিয়া, যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হোক।

আমি বুদ্ধের দেশ থেকে এসেছি, এবং আমি বারবার বলেছি, এখন যুদ্ধের যুগ নয়। যুদ্ধক্ষেত্র থেকে সমস্যার সমাধান আসতে পারে না। সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করা প্রয়োজন। মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে। বিশ্ববন্ধুর দায়িত্ব পালন করে ভারত এই দিকে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =