কলকাতা: সঙ্কট কেটেছে বলতে পারছেন না চিকিত্সকরা। তবে চিত্র পরিচালক তরুণ মজুমদার আগের চেয়ে একটু ভালো। সপ্তাহ খানেক হয়ে গেল এসএসকেএম-এ ভর্তি বর্ষীয়ান পরিচালক। সোমবার রাতেই খুলে দেওয়া হয়েছে রাইলস টিউব। গলায় ব্যথা থাকায় কথা বলতে না পারলেও, লিখে কথা বোঝানোর চেষ্টা করছেন।
জানা গিয়েছ, ট্রাকিওস্টোমি করা হয়েছে তাঁকে৷ শ্বাস নেওয়ার জন্য নাক বা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরিবর্তে ঘাড়ের পাশে একটি নল লাগানো হয়েছে সেটা দিয়ে শ্বাস নেওয়ার জন্য। পাশপাশি ক্রিয়েটিনিনও কিছুটা কমেছে। মঙ্গলবার বিকেলের দিকে ‘এমআরআই’ করার কথা। তন্দ্রাচ্ছন্নভাব কেটেছে অনেকটাই। রয়েছেন এখনও ‘সিসিইউ’-তেই। এখনই উডবার্ন ওয়ার্ডে তাঁকে দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকরা।
নবতিপর পরিচালক তরুণ মজুমদারকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিডনিজনিত শারীরিক সমস্যা রয়েছে তাঁর৷ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত, হাই ডায়াবেটিসও রয়েছে তাঁর ৷ নতুন করে শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে তরুণ মজুমদারের ৷ তাঁর জন্য তৈরি করা হয়েছে ৫ সদস্যের চিকিৎসক দল ৷