বিজেপি কর্মীদের দেওয়াল লিখনে বাধার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীদের দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বিউড় বেতুড় গ্রাম পঞ্চায়েতের পাটিত গ্রামে। গতকালের সেই ভিডিও আজ সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই এলাকায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মীরা দেওয়াল লিখন করতে গেলে কিছু মানুষ বিজেপি কর্মীদের ব্যাপক ধাক্কাধাক্কি করছেন। অভিযোগের তির শাসক দলের দিকে। যদিও তা অস্বীকার করেছে তৃণমূল।
বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বিউড় বেতুড় পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে বিরোধীদের কোনও প্রার্থী নেই। কিন্তু জেলা পরিষদ স্তরে বিজেপি ছাড়াও অন্যান্য বিরোধী দলের প্রার্থী রয়েছে। গতকাল বিউড় বেতুড় পঞ্চায়েতের পাটিত গ্রামে বিজেপির জেলা পরিষদ প্রার্থী অনুপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখন করতে যান স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। দু’পক্ষের মধ্যে হালকা ধাক্কাধাক্কিও হয়। শুক্রবার সকাল থেকে সামাজিক মাধ্যমে সেই ধাক্কাধাক্কির ছবি ভাইরাল হয়। আর এতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির দাবি, শাসক দলের সন্ত্রাসের জেরে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে প্রার্থী দিতে পারেনি বিজেপি। কিন্তু জেলা পরিষদের প্রার্থীকে তৃণমূল ভয় পাচ্ছে। তাই এভাবে আক্রমণ করা হচ্ছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, সারা বছর যাঁদের দেখা পাননা এলাকার মানুষ, তাঁরা এখন ভোট পাখি হয়ে এলাকায় যাওয়ায় সাধারণ মানুষই বাধা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 12 =