ব্যারাকপুর: হালিশহরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাধী প্রাচীন জরাজীর্ণ মাছ বাজারের ছাদ। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের হুকুমচাঁদ জুটমিল সন্নিহিত পুরনো মাছ বাজারে শনিবার সকালে ঘটনাটি ঘটে। অনেকের কাছে এই বাজার শেখ সুবরাতি মার্কেট নামেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বর্ষায় ছাদের অবস্থা খারাপ ছিল। এদিন ভোরের দিকে মুসলধারে বৃষ্টি হওয়ায় ছাদের একাংশ ভেঙে পড়ে। দু’তিন জন মাছ ব্যবসায়ী ও একজন মুরগীর মাংস বিক্রেতা সবেমাত্র দোকান পেতেছিলেন। ঠিক সকাল ৯.২০ মিনিট নাগাদ আচমকা ভেঙে পড়ে পুরনো মাছ বাজারের ছাদ। একজন মুরগি মাংসের দোকানদারের পায়ে চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হালিশহর থানার পুলিশ। বাজার কমিটির সম্পাদক বিজয় চৌধুরী জানান, বহু বছর ধরে সংস্কার না হওয়ায় বাজারটি জরাজীর্ণ দশায় পরিণত। তাঁর অভিযোগ, সংস্কারের জন্য বাজারের মালিকদের বহুবার বলা হয়েছে। তবুও সংস্কারে কোনও উদ্যগে নেয়নি। বাজারের ছাদ ভেঙে পড়ার খবর পেয়ে এদিন দুপুরে কলকাতা থেকে হালিশহরে ছুটে আসেন বাজারের একজন অংশীদার মহম্মদ শাহেদ হোসেন। তিনি বলেন, দাদুর নামাঙ্কিত শেখ সুবরাতি মার্কেট একশো বছরের পুরানো। এই মার্কেটের অংশীদার অনেকজন। কিন্তু মার্কেট সংস্কারে কারও কোনও হেলদোল নেই। শাহেদ হোসেন বলেন, ‘মাছ বাজারের ছাদ এদিন ভেঙে পড়েছে। কারও আঘাত লাগেনি।’ তিনি জানালেন, অন্যান্য অংশীদারদের সঙ্গে কথা বলে মার্কেটটিকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে।