চব্বিশে আর ওডিআইতে নেই রোহিত ব্রিগেড

চলতি অগস্টে ভারতীয় ক্রিকেট প্রেমীরা আর অ্যাকশনে দেখতে পাবেন না রোহিত-বিরাটদের। শুধু তাই নয়। চব্বিশে আর ওডিআইতে দেখা যাবে না মেন ইন ব্লুকে। দিন তিনেক আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরেছিলেন রোহিত শর্মারা। এরপর সেপ্টেম্বরে রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই বছরে ভারতীয় ক্রিকেট টিমের টেস্ট ও টি-২০ সিরিজ রয়েছে। নেই আর কোনও ওডিআই সিরিজ।

ক্যালেন্ডার বলছে আজ ১০ অগস্ট। আজ থেকে যদি ক্যালকুলেশন করা হয়, তা হলে ঠিক ১৮০ দিন পর ওডিআইতে ফিরবে মেন ইন ব্লু। নতুন বছরের ফেব্রুয়ারিতে গিয়ে ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ৭ অগস্ট এ বছরের শেষ ওডিআই ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট টিম। সেই দিক থেকে দেখতে হলে দীর্ঘ ১৮৩ দিন পর আবার ওডিআই ফর্ম্যাটে নামবে ভারতীয় ক্রিকেট টিম। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

এক ঝলকে দেখে নিন আগামী কয়েক মাস (চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবধি) কোন কোন সিরিজ রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের ;-

ভারত বনাম বাংলাদেশ , ২টি টেস্ট (প্রথম ১৯-২৩ সেপ্টেম্বর, দ্বিতীয় ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর)
ভারত বনাম বাংলাদেশ , ৩টি টি-টোয়েন্টি (৬, ৯ ও ১২ অক্টোবর)
ভারত বনাম নিউজিল্যান্ড , ৩টি টেস্ট (প্রথম ১৬-২০ অক্টোবর, দ্বিতীয় ২৪-২৮ অক্টোবর, তৃতীয় ১-৫ নভেম্বর)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা , ৪টি টি-টোয়েন্টি (৮, ১০, ১৩, ১৫ নভেম্বর)
ভারত বনাম অস্ট্রেলিয়া , ৫টি টেস্ট (প্রথম ২২-২৬ নভেম্বর, দ্বিতীয় ৬-১০ ডিসেম্বর, তৃতীয় ১৪-১৮ ডিসেম্বর, চতুর্থ ২৬-৩০ ডিসেম্বর, পঞ্চম ৩-৭ জানুয়ারি, ২০২৫)
ভারত বনাম ইংল্যান্ড , ৫টি টি-টোয়েন্টি (২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি)
ভারত বনাম ইংল্যান্ড , ৩টি ওডিআই (৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 9 =