নিরাপত্তা ও সম্মান রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি, মেসি-কাণ্ডে মন্তব্য তৃণমূল সাংসদ রচনার

হুগলি : মেসির কলকাতা সফর ঘিরে সমাজমাধ্যমে কটাক্ষের আবহে এ বার মুখ খুললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চুঁচুড়ায় এসে সাংবাদিকদের তিনি বলেন, মেসি একজন ইন্টারন্যাশনাল লিজেন্ড।

তাঁকে ধরে খামচে দেওয়া, আঁচড়ে দেওয়া- এমন ব্যবহার তিনি আশা করেননি। তাই হয়তো সময়ের আগেই ভয়ে পালিয়েছেন।

পাশাপাশি যুবভারতীতে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তা এবং গোটা কর্মসূচির দায়িত্বে থাকা আয়োজকদের দায়িত্বহীনতার কথা তুলে ধরেন। তাঁর মতে, এমন একজন আন্তর্জাতিক তারকার নিরাপত্তা ও সম্মান রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 18 =