তৃণমূলের দিল্লি যাত্রায় স্পেশ্যাল ট্রেনের আবেদন খারিজ রেলের

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে ঘাসফুল শিবির। ২ তারিখ গান্ধি জয়ন্তীর দিন থেকে শুরু হতে চলেছে সেই কর্মসূচি। আর এই অভিযানকে কেন্দ্র করে বাংলা থেকে কর্মী-সমর্থক, নেতা, বিধায়কদের নিয়ে যেতে আগেই স্পেশ্যাল ট্রেনের জন্য রেলের কাছে আবেদন করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে।সূত্রে খবর, ২০টি স্লিপার কোচ যুক্ত বিশেষ ট্রেন চাওয়া হয়েছিল।তবে তৃণমূলের এই আবেদন নাকচ করে দিল রেল। রেলের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষোভে ফুঁসছে জোড়াফুল শিবির। রেলের এই সিদ্দান্তে ক্ষোভ উগরে দিয়ে টুইটারে দলের তরফে একটা পোস্টও করা হয়।

এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা এই টুইটে লেখা হয়েছে, ‘আমাদের দমাতে চাওয়ার আরও একটা প্রচেষ্টা। পূর্ব রেল আমাদের স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করে দিয়েছে। একশোদিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই অনুরোধ রাখা হল না। তবে যে করেই হোক, যে কোনও পরিস্থিতিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে দিল্লি যাব।’ এরপরই রেলের উত্তর সম্মলিত চিঠি ওই টুইটে জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।’

প্রসঙ্গে যে চিঠি রেল দিয়েছে তাতে লেখা রয়েছে, ‘৩০ তারিখ আপনাদের তরফে যে স্পেশ্যাল ট্রেনের অনুরোধ করা হয়েছিল তা আমরা খতিয়ে দেখেছি। কিন্তু, এই মুহূর্তে সেই আবেদন রাখা সম্ভব নয়। ট্রেন পাওয়া যায়নি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =