সুবীর মুখোপাধ্যায়
কলকাতা: শহর কলকাতায় ১৩৬টি এবং সাতটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেকর্ড সংখ্যক মানুষ ‘মা’ ক্যান্টিন থেকে খাবার খেয়েছেন। প্রায় দেড় কোটির বেশি মানুষ এখান থেকে খাবার খাবার সুযোগ পেয়েছেন। আর সেই সুবাদে রেকর্ড সৃষ্টি করেছে ‘মা ক্যান্টিন’।
সাধারণ ও গরিব মানুষের জন্য এই আহারের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সাধারণ পথচলতি মানুষই নয়, শহরের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করতে আসা বিপুল সংখ্যক রোগীর আত্মীয় পরিজনেরা এখান থেকে খাবার খেয়েছেন।
সরকারি পরিসংখ্যান বলছে, ১.৫ কোটি মানুষ গত আর্থিক বছরের মা ক্যান্টিন থেকে পাঁচ টাকায় পেট ভরা খাবার পেয়েছেন। সরকারি হিসাব বলছে, প্রতি মাসে গড়ে প্রায় ৭.৭ লাখ মানুষ খাবার খেয়েছেন মা ক্যান্টিন থেকে। কলকাতার সরকারি হাসপাতালে মা ক্যান্টিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নজির স্থাপন করেছে।
কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে দৈনিক ৯০০জন, কলকাতা মেডিক্যাল কলেজে ৫০০ জন, এন আর এস মেডিক্যাল, টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতালে দৈনিক ৩০০ জন এবং আরজিকর হাসপাতালে ২৫০এ বং শম্ভুনাথ মেডিক্যাল কলেজে ১০০জন এখানকার খাবার খেয়েছেন। ২৭টি জেলাতে সাফল্যের সঙ্গে চলছে ‘মা ক্যান্টিন’। সাধারণ মানুষ যাতে দুটো বেলা দুটো মুঠো পেট পুরে খাবার খেতে পারেন, তাঁদের জন্য ডিম, ভাত,তরকারি সহ পাঁচ পদের ব্যবস্থা করা হয়। জনতা দেয় ৫ টাকা। প্রতি প্লেটের জন্য মাথা পিছু ১০ টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে রাজ্য সরকারকে। রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এই মা ক্যান্টিনের দায়িত্বে রয়েছে।