আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে মালদায় সম্পন্ন হল পুনর্নির্বাচন

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পুনর্নির্বাচন কেন্দ্রগুলিতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হল। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই ছিল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সোমবার মালদা জেলার ১০৯ বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার ১৫টি ব্লকের মধ্যে এদিন ১২টি ব্লকেই ওই বুথগুলিতে ত্রিস্তর পঞ্চায়েতের পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকে পুনর্নির্বাচন কেন্দ্রগুলিতেই উচ্ছ্বাস ছিল ভোটারদের মধ্যে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিরাপত্তার তদারকি দেখেই মানুষ অবাধে ভোট দিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদায় ১০৯ টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। যার মধ্যে রয়েছে বামনগোলা ব্লকে একটি বুথ। চাঁচল ১ এবং ২ ব্লকে রয়েছে ১৫ ও ৯ টি বুথ। ইংরেজবাজার ব্লকে রয়েছে ১৩ টি বুথ। গাজোল ব্লকের রয়েছে ৪টি বুথ। হরিশ্চন্দ্রপুর১ ব্লকে রয়েছে ৩টি বুথ, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে রয়েছে ৮টি বুথ। কালিয়াচক ১ ব্লকে রয়েছে ১৬টি বুথ। কালিয়াচক ২ ব্লকে রয়েছে ৪টি বুথ। পাশাপাশি মানিকচক রয়েছে ৪টি বুথ এবং রতুয়া ১ ও ২ দুই ব্লকের ১৮টি এবং ১৪টি বুথে এদিন পুনর্নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে, এই ১০৯ টি বুথে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৯,৬২৭। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯,৯৪৬ এবং মহিলা ভোটার হয়েছে ৯,৬৮১ জন।
এদিন নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন ব্লকের পুনর্নির্বাচন কেন্দ্রগুলিতে অসংখ্য ভোটাররা ভোট দিতে আসেন। সমস্ত এলাকা জুড়েই ছিল জেলা পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তা। রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মানিকচক ব্লকের কয়েকটি পুনর্নির্বাচন কেন্দ্রে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। কোনওরকম বিক্ষিপ্ত ঘটনা এদিন ত্রিস্তর পঞ্চায়েত পুনর্নির্বাচন ঘটেনি বলে জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 3 =