বৃষ্টি শুরু হয়নি, ২৬ জুন পর্যন্ত বাড়ছে স্কুলে গরমের ছুটি

কলকাতা: ফের বেড়ে গেল স্কুলের গরমের ছুটি। সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম।বাইরে বের হলিয়ে গলগলিয়ে ঘাম হচ্ছে। যদিও আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। তাদের হিসেব-নিকেশ অনুযায়ী চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা। l তবে গরম দেখেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। বুধবার গরমের ছুটি কাটিয়ে স্কুল খেলার কথা ছিল। সেই ছুটি এবার বেড়ে হল ২৬ জুন। সূত্রের খবর, গরম এত বেশি বলে গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত (Extended) নিয়েছে রাজ্য সরকার৷ জানা গেছে, সরকারের তরফে আজই নির্দেশিকা জারি করা হবে এ বিষয়ে।

জানা গেছে, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জুন যে স্কুল খোলার কথা ছিল, তা আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হয় তখনই। আজ তা নিশ্চিত করল শিক্ষা দফতর।করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ, তারপর অনলাইন পড়াশোনার সবে খুলেছিল স্কুল। মাস খানেক পড়াশোনা চলতে না চলতেই প্রবল গরম পড়ায় আগাম গরমের ছুটির ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর। এ ব্যাপারে স্বয়ং মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন। এদিকে গরমের জন্য ছুটি বেড়ে যাওয়ায় পড়াশোনায় অসুবিধে হবে বলেই মনে করেছিলেন শিক্ষক ও অভিভাকদের একাংশ। পাঠ্যক্রম কীভাবে শেষ হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। এই ছুটির বিরোধিতাও হয়েছিল। তারপর ফের বাড়ল গরমের ছুটি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 2 =