নিজস্ব প্রতিবেদন, আসানসোল: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের কালিপাহাড়ি ৩ নম্বর ঘুষিক এলাকায় একটি বিশালাকার অজগর উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় লোকজনরা কোনও মতে অজগর সাপটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেন।
আসানসোল পুরনিগমের ৩৮ নং ওয়ার্ডের কালিপাহাড়ি ৩ নং ঘুষিক এলাকার বাসিন্দারা দেখতে পান যে, এলাকায় একটি বিশাল অজগর সাপ মুরগি শিকার করছে। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন যুবক কোনও মতে জঙ্গলের মুখে মুরগি নিয়ে ঢুকে পড়া সাপটিকে ধরেন। সেটিকে একটি ড্রামের মধ্যে ঢোকানো হয়। অজগরটিকে দেখতে লোকজনদের ভিড় জমে যায়। স্থানীয় লোকজনরা এরপর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মীনা কুমারী হাঁসদাকে বিষয়টি জানালে তিনি বন দপ্তরকে তা জানান। পরে বন দপ্তরের দল এলাকায় আসে ও সাপটিকে নিয়ে চলে যায়।
কাউন্সিলর বলেন, ‘কালিপাহাড়ি ৩ নং ঘুষিক এলাকার বাসিন্দারা আমাকে সেখানে একটা অজগর সাপের কথা বলেন। আমি সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর পাঠাই। পরে কর্মীরা এসে সাপটিকে গ্রামবাসীদের কাছ থেকে নিয়ে যান।’