নিজস্ব প্রতিবেদন, কালনা: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগে তাঁকে আইনি নোটিশ পাঠাতে চান কালনার তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগ।
গত বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়ার পানু হাটের লুমলেসের মাঠে বিজেপির জনসভার মঞ্চ থেকে বত্তৃ«তা দিতে গিয়ে সাংসদ তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ ও কালনার বিধায়ক পল্টু বাগের নামে নানারকম কুবক্তব্য করেন। বিশেষ করে পল্টু বাগের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দেবপ্রসাদ বাগ যখন কালনা পুরসভার পুরপিতা ছিলেন, সেই সময় হাজার কোটি টাকার সম্পত্তি তিনি করেছেন। আপনারা কাগজ জোগাড় করে আমাকে দিন আমি দপ্তরে পাঠাব।’ পাশাপাশি কালনার এক কাউন্সিলরের স্বামীর আত্মহত্যা নিয়ে মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব প্রসাদ বাগ বলেন, ‘বৃহস্পতিবার কাটোয়ার জনসভায় সুকান্তবাবু যে অভিযোগ তাঁর ওপর এনেছেন, তা যদি তিনি প্রমাণ করতে পারেন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। ১০০০ কোটি নয়, উনি আমার ২০ কোটি টাকার সম্পত্তি দেখাক।’ পাশাপাশি তিনি আরও জানান, সুকান্তবাবুকে উত্তর চেয়ে আইনি নোটিশ পাঠাতে চলেছেন তিনি। তার প্রক্রিয়া শুরু হয়েছে।