দেশবাসীকে ইদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

ইদ-উল-ফিতর (Eid-Ul-Fitar) উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার রাতেই জার্মানির বার্লিন থেকে ইদ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলের ‘স্বাস্থ্য ও সমৃদ্ধি’ সহ ‘সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বে’র কামনা করেছেন প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘সবাইকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই শুভ উপলক্ষ্য আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক। সবাই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক।’

ইদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু | ইদের শুভেচ্ছা-বার্তায় মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেছেন, ‘সমস্ত দেশবাসী, বিশেষ করে মুসলিম ভাই-বোনেদের ইদ মুবারক। পবিত্র রমজান মাসের পর পালিত এই উৎসব সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি জোরদার করার একটি পবিত্র উপলক্ষ। এই পবিত্র উপলক্ষ্যে আসুন আমরা সবাই মানবতার সেবা এবং দরিদ্রদের জীবন উন্নত করার অঙ্গীকার করি। উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু টুইট বার্তায় জানিয়েছেন, ইদ-উল-ফিতর উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। ইদের উৎসব ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি, পরোপকারীতা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =