নয়াদিল্লি : মন কি বাত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা বিনয় দাসের কাজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার বিনয়ের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা বিনয় দাস, এককভাবে নিজস্ব জেলাকে সবুজ করে তোলার জন্য কাজ করেছেন। বিনয় দাসজি হাজার হাজার গাছ লাগিয়েছেন। তিনি প্রায়শই চারা ক্রয়, রোপণ এবং যত্নের সম্পূর্ণ খরচ বহন করেছেন।
প্রয়োজনে তিনি স্থানীয় মানুষ, ছাত্র এবং পৌর সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁর প্রচেষ্টার মাধ্যমে, রাস্তার ধারের সবুজায়ন আরও উন্নত হয়েছে।”

