মাস পয়লায় খানিকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

নতুন মাসে কিছুটা যেন স্বস্তিতে দেশবাসী। ১ জুন থেকে বেশ খানিকটা কমল গ্যাসের দাম। জানা গিয়েছে, নতুন মাস থেকে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে প্রায় ৮৫ টাকা। এতদিন কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। বৃহস্পতিবার অর্থাৎ, ১ জুন থেকে সেই দাম কমে দাঁড়াল ১৮৭৫.৫০ টাকা। পাশাপাশি এও জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে গ্যাসের নয়া দাম। এরফলে উপকৃত হবেন এলপিজি ব্যবহারকারী হোটেল-রেস্তরাঁর ব্যবসায়ীরা। এর আগেও গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এবার জুন পয়লাতেই ফের কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে বদল নেই। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম যা ছিল তাই রয়েছে। ছোট হোটেল, রেস্তোরাঁগুলি এর জেরে কিছুটা হলেও সুরাহা পেলেও অস্বস্তির কাঁটা থেকেই যাচ্ছে আম-জনতার জন্য।
এদিকে মার্চ মাসে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ভরতুকি পাবেন। সারা বছর মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি। তবে বর্তমানে গৃহস্থের রান্নার গ্যাসের মূল্য আকাশছোঁয়া। এই দাম আদৌ কমে কি না, এখন তারই অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 3 =