ফের দাম বাড়ল আমূল দুধের

ফের বাড়ল আমূল দুধের দাম। প্রতি লিটার দুধের দাম বাড়ল তিন টাকা। ২০২৩ সালে এই প্রথমবার দুধের দাম বৃদ্ধি করল আমূল। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের তরফে আমূলের (Amul) প্রতি লিটার দুধের দাম তিন টাকা করে বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান হয়।শুক্রবার থেকে কার্যকর হয়েছে এই নয়া দাম। আমূল তাজা, আমূল কাউ মিল্ক, আমূল গোল্ড, আমূল এ২ বাফেলো মিল্ক-সহ সব ধরনের দুধের দামই বাড়ল।

লিটার প্রতি ৩টাকা দাম বেড়ে আমূল গোল্ডের দাম হয়েছে প্রতি লিটারে ৬৬ টাকা। আমূল তাজার ১ লিটারের প্যাকেটের দাম ৫৪ টাকা। আমূল কাউ মিল্কের এক লিটারের প্যাকেটের দাম বেড়ে দাঁড়াল ৫৬ টাকা। আমূল এ২ বাফেলো মিল্কের প্রতি লিটার প্যাকেটের দাম বেড়ে দাঁড়াল ৭০ টাকা।

নতুন বছরে প্রথম দুধের দাম বাড়াল আমূল। গত বছর যদিও মোট তিনবার দুধের দাম বৃদ্ধি করেছিল আমূল। তবে মোট পাঁচবার দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারিও। এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =