আগামীকাল পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি, নিরাপত্তায় বিশেষ জোর

পুরী : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল (রবিবার) ওডিশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরীতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করার বিষয়ে শনিবার সকালে ওডিশার ডিজিপি অরুণ কুমার সারঙ্গি বলেছেন, “আমরা রথযাত্রার জন্য পুরীতে নিরাপত্তার জন্য মোতায়েন করা অফিসারদের কথা বলেছি। সমস্ত ঊর্ধ্বতন অফিসাররা উপস্থিত আছেন। রাষ্ট্রপতির সফরের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।”

আগামী ৯ জুলাই পর্যন্ত ওডিশা সফরে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামীকাল পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন তিনি। এই সফরকালে রাষ্ট্রপতি উদয়গিরিতেও যাবেন। এছাড়া বিভূতি কানুনগো শিল্প কলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচী রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =