প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ

হুগলি: কালীপুজোর আগে হুগলি জেলার খানাকুল পুলিশের বড় সাফল্য। প্রায় ২০০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি পুলিশ উদ্ধার করে। আরামবাগ মহকুমার খানাকুল থানার অন্তরগত নতিবপুর থেকে এই নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। জানা গিয়েছে, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিরের নিয়ন্ত্রণে রয়েছে চারটি থানা। এর মধ্যে খানাকুল থানা ভৌগোলিক ভাবে প্রতিকূল পরিবেশে অবস্থিত। নদীবেষ্টিত জায়গাগুলোতে অন্ধকার জগতের কাজগুলি বেশি হয় বলে অভিযোগ। নতিবপুর, চিংড়া, গণেশপুর প্রভৃতি জায়গাগুলোতে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হয় বলে অভিযোগ। এই অভিযোগ কিন্তু আজকের নয়। বহু বছর ধরে ওই সব জায়গায় নিষিদ্ধ শব্দবাজি তৈরি হয়ে আসছে বলে অভিযোগ। প্রতি বছরের মতো এই বছরও নাকি নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খানাকুল থানা এলাকার নতিবপুরে অভিযান চলে। নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়। যেখানে কয়েক হাজার পিস চকলেট বোম পাওয়া গিয়েছে। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশ জেলার অভিযান ক্রমাগত চলবে বলে জানায় পুলিশ। এই বিষয়ে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল জানান, খানাকুল ২ নম্বর ব্লকের নতিবপুর এলাকায় একটি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ আনুমানিক ২০০ কেজির বেশি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। ইন্ডিয়ান পিনাল কোড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের যথাযথ ধারাই নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। সবমিলিয়ে পুলিশের এই লাগাতার অভিযানকে স্বাগত জানায় খানাকুলবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =