ফিল্মি কায়দায় ৪ কিলোমিটার ছুটে চোর পাকড়াও পুলিশের

নিজস্ব প্রতিবদন, বাঁকুড়া: ২৪ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করে ফেলল রাধানগর ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে রাধানগর গ্রামের আরোগ্যপল্লির বাসিন্দা সুকান্ত হালদারের একটি মারুতি ওমনি ভ্যান চুরির অভিযোগ দুÜৃñতীদের বিরুদ্ধে। তড়িঘড়ি গাড়ির মালিক রাধানগর ফাঁড়ির দ্বারস্থ হন। তদন্ত শুরু করে রাধানগর ফাঁড়ির পুলিশ, প্রকাশ্যে আসে চুরি যাওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজের ভিডিও। সূত্র মারফত পুলিশ জানতে পারে চোরের দলটি ওই গাড়িটি নিয়ে পাঁচাল জঙ্গলের দিকে যাচ্ছে, পেছনে ধাওয়া করে রাধানগর ফাঁড়ির ইনচার্জ মনোরঞ্জন নাগ ও তাঁর দলবল। গাড়িটিকে ধাওয়া করে পুলিশ প্রায় দু’ কিলোমিটার। এরপর চোরের দল গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি গাছে, সেখান থেকে গাড়ি ফেলে তিনজন প্রাণপণে ছুটতে থাকে জঙ্গলের দিকে। এরপরেও ফিল্মি কায়দায় পেছনে ছুটতে থাকে রাধানগর ফাঁড়ি ইনচার্জ ও বেশ কিছু পুলিশকর্মী। প্রায় দু’ কিলোমিটার জঙ্গলের পথ চোরের পেছনে ছোটার পর আরও দুই কিলোমিটার কাঁদা ধান জমির ওপর দিয়ে ছুটে একজন চোরকে পাকড়াও করে রাধানগর পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘণ্টাখানেকের মধ্যেই আরও দুই চোরের সন্ধান পেয়ে তাদেরকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া গাড়িটি, অভিযুক্তদের নিয়ে আসা হয় রাধানগর ফাঁড়িতে। রবিবার ওই তিন চোরকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − twelve =