নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার উন্নতি

কলকাতা : দ্রুত সুস্থ হচ্ছেন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এই মারণ ভাইরাসে আক্রান্ত অপর তরুণী নার্সের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের চিকিৎসা চলছে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন বিশেষজ্ঞরা। রোগীদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতিতে খুশি তাঁরাও।

নিপা একটি আরএনএ ভাইরাস। দ্রুত রূপ পরিবর্তন করতে সক্ষম। মানুষের দেহে প্রবেশের পর মস্তিষ্কে প্রদাহ (এনসেফেলাইটিস) ও শ্বাসযন্ত্রের জটিলতা সৃষ্টি করে। নিপা প্রথম শনাক্ত হয় ১৯৯৮–১৯৯৯ সালে মালয়েশিয়ার নিপা গ্রামে। গবেষণায় জানা যায়, ফলখেকো বাদুড় এই ভাইরাসের বাহক। মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষমতার কারণে নিপা ভাইরাস অত্যন্ত বিপজ্জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fifteen =