ডাকাত সন্দেহে আটক কয়েকজন ব্যক্তিকে বেধড়ক মারধর গ্রামবাসীর। অবশেষে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল গ্রামের মানুষ। তবে পুলিশ ঘটনাস্থলে আসতেই উত্তেজনার পারদ বাড়ে। ঘটনাটি ঘটেছে, হুগলি জেলার গোঘাটের মুল্লক ক্যানেলপুল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাপ নিয়ে ওরা গ্রামে গ্রামে ঘুরছিল। একটি অটো ভাড়া করে নিয়ে বেরিয়ে ছিল তারা। দলে ছিল ৫-৬ জন। গোঘাট থানার তারাহাট গ্রামে ঢুকেছিল তারা। তারপর তারা চলে যায় মুল্লুক ক্যানেলপুল এলাকায়। সেখানেই তাদেরকে ধরে জনতা। এলাকার মানুষজনদের দাবি, তারা বিভিন্ন বাড়িতে ঢুকে ৫০০-৬০০ সহ বিভিন্ন টাকা নিচ্ছিল নানান ছলনা করে। কখনো বলছিল বাড়িতে সাপ আছে বের করে দেব। কখনো আরো অনেক পদ্ধতি অবলম্বন করে চলছিল। কোনওদিন চারচাকা গাড়িতে করে ঘুরছিল। কখনো অটোতে করে। কখনো টোটো ভাড়া করে। মঙ্গলবার মশাগ্রাম থেকে অটো ভাড়া করে এসেছিল বলে জানা গিয়েছে। এলাকার মানুষজন তাদেরকে চোর ডাকাত সন্দেহে আটকে রাখে। দু’একজন বেধড়ক মারধর করে তাদের। এরই মধ্যে খবর পেয়ে বদনগঞ্জ ফাঁড়ির পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। পুলিশ জনতার হাতে আটক হওয়া ওই সকল ব্যক্তিদের অটো করে বদনগঞ্জ ফাঁড়িতে নিয়ে চলে যায়। রীতিমতো উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।