বিহারের জনগণই চালাবে সরকার, বললেন তেজস্বী যাদব

পাটনা : “তেজস্বী নিজে বিহার সরকার চালাবেন না, বরং পুরো বিহার সরকারের সঙ্গে কাজ করবে।” বললেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় যৌথ সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, “তেজস্বী যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে বিহারের সমস্ত মানুষ তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী হবেন।”

তেজস্বী এদিন বলেন, “আমরা, মহাজোটের সবাই, কেবল সরকার গঠন অথবা মুখ্যমন্ত্রী হতে চাই না, বরং আমরা বিহারকে গড়ে তুলতে চাই, সেই কারণেই আমরা একসঙ্গে আছি। আমার উপর আস্থা রাখার জন্য আমি মহাজোটের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আমি তাদের সকলকে বলতে চাই, আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং একসঙ্গে আমরা বর্তমানে ক্ষমতায় থাকা ২০ বছরের পুরনো সরকারকে ভেঙে দেব।”

নীতীশকে কটাক্ষ করে তেজস্বী এও বলেন, “আমরা একটি যৌথ সংবাদ সম্মেলন করেছি। এনডিএতে নীতীশ কুমারের সঙ্গে অবিচার করা হচ্ছে। একটিও যৌথ সংবাদ সম্মেলন করা হয়নি। তাদের মুখ্যমন্ত্রী পদের জন্য কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আমরা শুরু থেকেই বলে আসছি, বিজেপির লোকজন নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে যাচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =