রীতি মেনে ছটপুজোয় সূর্যদেবতার আরাধনায় সামিল আরামবাগের মানুষ

মহেশ্বর চক্রবর্তী

ছটপুজো উপলক্ষে রবিবার বিকেল থেকেই হুগলি জেলার গঙ্গার ঘাট ও আরামবাগের দ্বারকেশ্বর নদী-সহ অন্যান্য ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন ছটঘাটে পুলিশ ও প্রশাসনের তরফে বিশেষ নজরদারি চালানো হয়। পর্যাপ্ত আলোও ব্যবস্থাও করা হয়। ছটপুজো উপলক্ষে এদিন সকাল থেকেই আরামবাগের দ্বারকেশ্বর নদীর ঘাটগুলো পরিষ্কার করে পুরসভা। জানা গিয়েছে, পুরসভা এলাকার বেশ কয়েকটি বড় পুকুরেও বহু মানুষ এদিন বিকেল বেলা ছটপুজো করেন। এদিন বিকেল ৪.৩০ মিনিট থেকে ছটপুজোর নজরদারির জন্য প্রতিটি ঘাটেই পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করে প্রশাসন। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও দ্বারকেশ্বর নদী ঘাটে নজরদারি চালায়। ™ুরসভার তরফেও কয়েকটি ঘাটে আলোর ব্যবস্থা করা হয়। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী এদিন বিকেল থেকে ছট ঘাটে পুজোর যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে দৃষ্টি রাখেন। এদিন আরামবাগ পুরসভা সংলগ্ন দ্বারকেশ্বর নদীঘাটে সূর্য ডোবার সময় আরামবাগ শহরের বহু মানুষ ছট পুজো সারেন। উল্লেখ্য, ছটপুজো হিন্দুবর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত। একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্বভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হচ্ছে। ছট পুজো সূর্য ও তার পত্নী ঊষার প্রতি সমর্পিত হয়। জানা গিয়েছে, এখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনও মূর্তি পূজা করা হয় না। এই বিষয়ে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, ছট পুজোর জন্য ঘাট পরিস্থিতি থেকে শুরু করে পুজোপাঠের জন্য সবকিছু ব্যবস্থা করা হয়েছে। মালবাজারের মতো কিছু ঘটার কোনও পরিস্থিতি নেই। তবুও আমরা সজাগ আছি।
অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী জানান, ছট পুজোতে আমরা সকলে অংশ নিই। প্রতি বছর আরামবাগ পুরসভা এই সমস্ত মানুষের পাশে থাকে। এই বছরও আমরা পুরসভার পক্ষ থেকে পাশে আছি। এই বিষয়ে ববিতা সাউ নামে এক গৃহবধূ বলেন, সূর্য ডোবার সময় একবার সূর্যের আরাধনা করা হয় আবার পরেরদিন সকালে সূর্য ওঠার সময় আরাধনা হয়। এদিন বিকালে পুজোপাঠ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + fifteen =