নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দীর্ঘদিন রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকায় বিজেপি বিধায়ক ও স্থানীয় সাংসদ কোনও কাজ করেননি বলে কটাক্ষ তৃণমূলের।
গ্রামবাসীদের দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে রাস্তা বেহাল হয়ে পড়েছে। কিন্তু তারপরেও রাস্তা সংস্কার হয়নি। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কয়েকজন টোটো চালকরা বেশ কিছু সময় ধরে পথ অবরোধ করেন। বুধবার ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেটে। বিক্ষোভকারীদের দাবি, নিত্যানন্দপুর মিনি মার্কেটে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার ওপরে একটা অংশে বড় গর্ত তৈরি হয়েছে, যেখানে বৃষ্টি হলেই জমছে জল। ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও পড়ুয়াদের। কিন্তু তারপরও রাস্তার সংস্কার না হওয়ায় তাঁদের এই বিক্ষোভ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে সোনামুখী থানার পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, বিক্ষোভের জেরে তড়িঘড়ি পদক্ষেপ করে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েতের তরফে দ্রুত রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হয়। স্থানীয় পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। লক্ষণ দেবনাথ নামে এক স্থানীয় দোকানদার এবং মিলন হালদার নামে এক স্থানীয় টোটোচালক দাবি করেন, ‘এই রাস্তায় যাতায়াত করতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। ঘটছে দুর্ঘটনা। তাই দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক।’
উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। পাশাপাশি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ রয়েছেন, কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হয়নি, এই অভিযোগ তুলে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশিস ঘোষ জানান, স্থানীয় বিধায়ক এই রাস্তা পেরিয়ে যান। কিন্তু তারপরও তাঁরা রাস্তা সংস্কারের উদ্যোগ নেননি। বিজেপি সাংসদের কোনও দেখা পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে তড়িঘড়ি আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি।’
পালটা তৃণমূলকে কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিজেপি বিধায়ক ও সাংসদরা কাজ করছেন না নাকি তা¥দের কাজ করতে দেওয়া হচ্ছে না এটা আগে তৃণমূল ঠিক করুক। তারপর তৃণমূল বড় বড় ভাষণ দেবে। রাধামোহনপুর পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার স্বপন কুমার পাল বলেন, ‘খবর পেয়ে আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে আসি এবং পঞ্চায়েতের তরফে সাধারণ মানুষদের কথা চিন্তা করে দ্রুত কী ভাবে রাস্তাটির সংস্কার করা যায়, তার উদ্যোগ গ্রহণ করি। এর ফলে আগামী দিনে আর সাধারণ মানুষদের কোনও সমস্যায় পড়তে হবে না।’