প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের ঘোষণা

নয়াদিল্লি : প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রয়াত ধর্মেন্দ্র সিং দেওল ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি. এস. অচ্যুতানন্দনকে (প্রয়াত) দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণ প্রদান করা হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে. টি. থমাস, বিশ্ববিখ্যাত বেহালাবাদক শিল্পী এন. রাজম এবং বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ পি. নারায়ণনকেও এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি ২০২৬ সালের জন্য মোট ১৩১টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫টি পদ্ম বিভূষণ, ১৩টি পদ্ম ভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী পুরস্কার। সম্মানপ্রাপ্তদের মধ্যে ১৯ জন মহিলা রয়েছেন। বিদেশি, এনআরআই, পিআইও ও ওসিআই শ্রেণির ৬ জন এবং মোট ১৬ জনকে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে। মার্চ–এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

পদ্ম ভূষণ প্রাপকরা

এ বছর পদ্ম ভূষণ সম্মানে নির্বাচিত হয়েছেন গায়িকা আলকা ইয়াগনিক, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিং কোশিয়ারি, মালায়ালাম চলচ্চিত্র অভিনেতা মামুট্টি, বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পান্ডে (প্রয়াত), ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন (প্রয়াত), শিল্পপতি উদয় কোটাক এবং বিজেপির প্রবীণ নেতা ভি. কে. মালহোত্রা (প্রয়াত)।

পদ্মশ্রী সম্মান

পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা, মহিলা হকি গোলরক্ষক সবিতা পুনিয়া, শিল্পপতি অশোক খাড়ে, সাহিত্যিক অশোক কুমার হালদার এবং মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌর। এছাড়াও, বিজ্ঞান, চিকিৎসা, শিল্প, সাহিত্য, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের বিভিন্ন প্রান্তের ১১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =