হাসপাতাল-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা

পূর্ব মেদিনীপুর : মমতা যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন রাজ্যে এমন ঘটনা ঘটতে থাকবে। হাসপাতাল-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুক্রবার রাতে হামলার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রসঙ্গে একথা বলেন শুভেন্দুবাবু ৷

রবিবার নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের অনুষ্ঠান শেষে শুভেন্দুবাবু বলেন, “সব জায়গায় হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় হল সমস্যার মূল কারণ৷ উনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে৷

মহারাষ্ট্রের বদলাপুর ‘রাম নাম সত্য হে’ করে দিয়েছে ধর্ষককে৷ অসমে জল খেতে-খেতে রাম নাম হয়ে গিয়েছে৷ আর এখানে ধর্ষকদের প্রোকেটশন দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এটা লজ্জার যে, পুলিশ, ধর্ষক ও ডাক্তার তিনজন একসঙ্গে জেলে আছেন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =