পার্কিং-ফি ইস্যুতে কুণাল-ফিরহাদের তরজায় শাসকদলকে বিদ্ধ করলেন বিরোধীরা

পার্কিং-ফি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল এবং মেয়র ফিরহাদ হাকিমের যে তর্জা সামনে আসে শুক্রবার তা নিয়ে বিরোধীরা বিদ্ধ করতে ছাড়ল না শাসকদলকে। এই প্রসঙ্গে বাম নেতা তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, ‘মমতা বা ফিরহাদ হাকিম কেউই আইনি অধিকার সম্পর্কে অবগত নয়। পুরসভা সংবিধান অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত নেবে পুরসভা। তাতে সরকার হস্তক্ষেপ করতে পারে না। পুরসভার অস্তিত্বকেই অস্বীকার করা হচ্ছে।’ একইসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র এও জানান, ‘পার্কিং ফি পুরসভার এক্তিয়ারভুক্ত একটি বিষয়। তাই পার্কিং ফি বাড়বে না কমবে, তা নিয়ে আলোচনা বা বিতর্ক হলেও রাজ্য সরকার কখনই নির্দেশ দিতে পারে না।’ এরই পাশাপাশি বিকাশ ভট্টাচার্য এও জানান, ‘ প্রয়োজনে পুরসভা সরকারের নির্দেশ প্রত্যাখ্যান করতে পারে, বলে দিতে পারে, এটা তার এক্তিয়ার-ভুক্ত নয়।’ এই প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সামনে আনেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকেও। আর এই প্রকল্পের কথা তুলে ধরে তিনি স্পষ্ট ভাবে তুলে ধরেন কেন্দ্র -রাজ্যের অধিকারের বিষয়টাও। বিকাশরঞ্জনের বক্তব্য, এই মুহূর্তে যদি কেন্দ্র ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘পথশ্রী’, ‘রূপশ্রী’ সব প্রকল্প বেআইনি বলে ঘোষণা করেন তা রাজ্য সরকার মেনে নিতে বাধ্য নয়। কারণ, রাজ্য সরকার সংবিধান সম্মতভাবে একটি দ্বিতীয় স্তরের সরকার। ঠিক তেমনই সংবিধান অনুযায়ী, পুরসভা একটি তৃতীয় স্তরের সরকার। তার নিজস্ব যে অধিকার আইনে দেওয়া আছে, তাতে পুরসভা স্বাধীন সিদ্ধান্ত নেবে। পুরসভার ব্যাপারে হস্তক্ষেপ করার কোনও অধিকার রাজ্য সরকারের নেই।’
এদিকে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষের সুরে জানান, ‘সরকার কে চালাচ্ছে, সেটা ভেবেই অবাক লাগে। মমতা দল বাঁচাতে এত ব্যস্ত হয়ে গিয়েছেন, কাজে মন দিতে পারছেন না।’ দিলীপ ঘোষের মতে, সরকারের আর্থিক অবস্থায় খারাপ হয়ে যাওয়ায় মন্ত্রীরা আয় বাড়ানোর উপায় খুঁজছেন। তাতেও বাধা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এর থেকে স্পষ্ট যে, এক জায়গায় বসে মন্ত্রীরা কোনও সিদ্ধান্ত নেন না।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =