রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম মালদা মেডিক্যাল কলেজে ট্রমা কেয়ার বিভাগে অপারেশন থিয়েটার চালু করা হল। এর পাশাপাশি একই সঙ্গে আরো সাতটি বিশেষ বিভাগের অপারেশন থিয়েটার চালু হল মেডিক্যাল কলেজে। যার মধ্যে রয়েছে নিউরো, অর্থোপেডিক, ডেন্টাল , জেনারেল সার্জারি সহ অন্যান্য। মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার ইউনিটের এই অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল পুরঞ্জয় সাহা-সহ স্বাস্থ্যদপ্তর ও মেডিক্যাল কলেজের অন্যান্য কর্তারা। মালদা মেডিক্যাল কলেজের একইসঙ্গে ট্রমা কেয়ার ইউনিট সহ সাতটি বিভাগের অপারেশন থিয়েটার চালু হওয়ার ফলে যেকোনো মুহূর্তে মুমূর্ষ রোগীদের অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করা সম্ভব বলেও জানিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এদিন এই বিভাগগুলি উদ্বোধনের পর ঘুরে দেখেন জেলাশাসক-সহ প্রশাসনের পদস্থ কর্তারা। ঝাঁ-চকচকে অপারেশন থিয়েটার দেখেও মুগ্ধ হয়ে গিয়েছেন মেডিক্যাল কলেজে আসা রোগী এবং তাদের আত্মীয়রা। এতদিন মালদা মেডিক্যাল কলেজে অপারেশন থিয়েটারের বিভাগের সংখ্যা কম ছিল বলেই রোগীদের মধ্যে মাঝে মধ্যে অসন্তোষ দেখা দিত। কিন্তু এবারে একই সঙ্গে ট্রমা কেয়ার ইউনিটের অপারেশন থিয়েটার পাশাপাশি মোট সাতটি ওটির উদ্বোধন করা হল। মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা: পুরঞ্জয় সাহা জানিয়েছেন, সাতটি অপারেশন থিয়েটারের মধ্যে দুটি আপাতত চালু হবে। এখানে নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি সহ বিভিন্ন অপারেশন করা হবে। পাশাপাশি মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য ৫০ বেডের হাইব্রিড সিসিইউ তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে।