৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকবেন ১০ দলের ক্যাপ্টেনরা

ওডিআই বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই প্রথম বার এককভাবে ওডিআই বিশ্বকাপ আয়োজন করছে ভারত। বিসিসিআই সুষ্ঠভাবে বিশ্বকাপ আয়োজন করতে কোনও কসুর রাখতে চাইছে না। ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের মহারণ। তার আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর ঝাঁ চকচকে ওপেনিং সেরিমনির আয়োজন রাখছে বোর্ড। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। এর পাশাপাশি ক্যাপ্টেনস ডে-র আয়োজন করছে বোর্ড। ১০ দলের অধিনায়করা ৪ অক্টোবর মোদী স্টেডিয়ামে একত্রিত হবেন। রোহিত শর্মা, বাবর আজম, জস বাটলার, প্যাট কামিন্সদের নিয়ে ক্যাপ্টেন্স ডে পালিত হবে। এরপর শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। কারা পারফর্ম করবেন, কী কী অনুষ্ঠান থাকবে তা এখনও জানা যায়নি। ৪ অক্টোবর তিরুবনন্তপুরম থেকে আমেদাবাদ যাবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আইসিসি ও বিসিসিআইয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ওপেনিং সেরিমনির ঘোষণা করা হয়নি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দেশের জনপ্রিয় গায়ক, গায়িকা এবং বলিউডের অভিনেত্রীদের পারফরম্যান্সে ঝলমলে হয়ে উঠবে উদ্বোধনী অনুষ্ঠান। থাকতে পারেন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় তারকারাও। ২০২৩ সালের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়ারা। বিশ্বকাপের ওপেনিং সেরিমনি তার থেকেও বড় হবে এটা আশা করাই যায়। সাধারণত ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রথম দিকের ম্যাচগুলি দুপুর দুটো থেকে শুরু হওয়ায় তার আগে অনুষ্ঠান করা সম্ভব নয়। মোদী স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লাইট শো, আতসবাজির প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ১০ দলের ক্যাপ্টেন, দর্শকরা তো থাকবেনই, আইসিসি ও বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। বিসিসিআই ও আইসিসি অংশগ্রহণকারী প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সেদিন উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 5 =