বৃদ্ধা নিজেই প্রস্রাব করে ফেলেছিলেন, আদালতে দাবি অভিযুক্ত শঙ্করের

নয়াদিল্লি : এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়। শুক্রবার দিল্লির এক নিম্ন আদালতে বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ সরাসরি অস্বীকার করলেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। এদিন আদালতে তিনি দাবি করেছেন যে, তিনি ওই কাজ করেননি। বরং তাঁর দাবি, তাঁর বৃদ্ধা সহযাত্রী নিজেই আসনে বসে প্রস্রাব করে ফেলেছিলেন।
অথচ, এতদিন শঙ্কর মিশ্রের বিরুদ্ধেই ওই সত্তরোর্ধ মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। নয়া দিল্লি বিমান বন্দরে অবতরণের পর, ওই মহিলার কাছে তাঁর কৃত কর্মের জন্য লিখিতভাবে ক্ষমাও চেয়েছিলেন। শঙ্কর মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেপাজতে নিতে চেয়ে দিল্লির দায়রা আদালতে আবেদন করেছিল দিল্লি পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে অভিযুক্তকে নোটিস পাঠিয়েছিল দায়রা আদালত। অতিরিক্ত দায়রা বিচারক হরজ্যোৎ সিং ভাল্লার এজলাশে এই মামলার শুনানি হয়। গত বুধবার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টেও শঙ্কর মিশ্রের পুলিশি হেপাজতের আবেদন করেছিল দিল্লি পুলিশ। অন্য দিকে শঙ্কর জামিনের আবেদন করেছিলেন। দুই আবেদনই খারিজ করে দিয়েছিল আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোমল গর্গ শঙ্করের কৃতকর্মকে ‘অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য’ বলেছিলেন। তিনি আরও বলেন, এই কাজ মানুষের নাগরিক চেতনাকে ধাক্কা দিয়েছে। শঙ্কর মিশ্রকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 5 =