তর্পণ করতে এসে তলিয়ে গেলেন প্রৌঢ়

ব্যারাকপুর : তর্পন করতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন এক ব্যক্তি। শনিবার সকাল আটটা নাগাদ খড়দা থানার পানিহাটি গিরিবালা গঙ্গার ঘাটে ঘটনাটি ঘটে। নিখোঁজ ৬১ বছরের শেখর মন্ডলের বাড়ি মধ্যমগ্রামে। স্ত্রী মহুয়া মণ্ডলকে ঘাটে বসিয়ে তিনি তর্পন করতে গঙ্গায় নেমেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি দু-তিনবার ডুব দেন। তারপর ওঁকে আর দেখাই যায়নি। জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ ওই ব্যক্তি কাশীপুর রাইফেল কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। প্রথমে স্থানীয়রা গঙ্গায় নেমে নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি চালান। তারপর খড়দা থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে তাঁর খোঁজ চালানো হচ্ছে। নিখোঁজ ব্যক্তির স্ত্রী মহুয়া মণ্ডল বলেন, দু-তিনটে ডুব দেবার পর উনি আর ওঠেননি। মনে হচ্ছে পা পিছলে উনি গভীর জলে তলিয়ে গিয়েছেন। স্থানীয় বাসিন্দা বীণা দাসের কথায়, ঘাটের কাছেই একটা গর্ত আছে। গত ১৫ অগস্ট তাঁর মাসির ছেলে স্নান করতে নেমে ওই গর্তে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরদিন ওখানেই ওঁর মৃতদেহ ভেসে উঠেছিল। মনে হচ্ছে ওই ব্যক্তি ওই গর্তে পড়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =