আবাস যোজনার তালিকায় পুঁজিপতিদের নাম, তালিকা খতিয়ে দেখতে এসে চক্ষু চড়কগাছ বাগদা থানার ওসির

আবাস যোজনার তালিকায় পুঁজিপতিরা, হতাশায় গরিবের চক্ষু চড়কগাছ। দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় রয়েছে নাম পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বাগদা থানার ওসির। আবাস যোজনার ঘরের নামে দুর্নীতির অভিযোগে তরজা শাসক বিরোধী। ঘর নেই তালিকাতেও নাম নেই, অথচ ঘর আছে তার তালিকায় নাম রয়েছে, দুর্নীতি নিয়ে সরব শাসক-বিরোধী। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্য সরকার সাম্প্রতিক নির্দেশ দিয়েছে তালিকা খতিয়ে দেখতে। সেই মতোই বাগদা থানার ওসি উৎপল সাহা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পারকৃষ্ণচন্দ্রপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। দুই একটি বাড়ি পরিদর্শন করতে করতে বুলু কীর্তনিয়া বাড়িতে পৌঁছতেই ওসির চক্ষু চড়কগাছ। দোতলা বাড়ি। বাড়িতে রয়েছে ফ্রিজ, মোটরবাইক ও তিন চাকা গাড়ি তবুও প্রধানমন্ত্রী আবাস যোজনায় রয়েছে তার নাম। এই বিষয়ে বুলু কীর্তনিয়া জানিয়েছেন, বাগদা থানার বড়বাবু এসেছিলেন ঘরের তালিকায় নাম আছে সেই বিষয়ে জানতে। তালিকায় নাম কি করে এল এটা আমাদের জানা নেই। তবে এইদিন বাগদা ব্লকের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যাদের কাঁচা ঘর তাদের কোনও তালিকায় নাম নেই। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে কারা এই নামের তালিকা তৈরি করেছে? তবে রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা তাদের একে অপরের উপর দোষারোপ চাপিয়ে নিজেদের পরিষ্কার রাখতে চাইছেন। তবে শেষ পর্যন্ত দেখার এই দুর্নীতির শিখর কতদূর পর্যন্ত আর সেটা আদৌও প্রকাশ্যে আসে কিনা আর প্রকৃত গরিবরা ঘর পায় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 1 =