নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, নীতি ও সিদ্ধান্ত গ্রামীণ ভারতে নতুন শক্তি সঞ্চার করছে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য হল গ্রামীণ জনগোষ্ঠীকে ব্যাপক অর্থনৈতিক সহায়তা প্রদান, কৃষিকে সহজ করা এবং তাঁদের নিজস্ব গ্রামের মধ্যে উদ্ভাবনী কর্মসংস্থান ও স্ব-কর্মসংস্থানের সুযোগ প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা।”
শনিবার দিল্লির ভারত মন্ডপমে গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই দৃষ্টিভঙ্গির সঙ্গে পিএম-কিষাণ প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তার জন্য ৩ লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে। গত এক দশকে কৃষি ঋণের পরিমাণ বেড়েছে সাড়ে তিন গুণ।”