যাত্রী পরিষেবায় বাড়ছে মেট্রোর সংখ্যা, ৫ মিনিটেই মিলবে ট্রেন

কলকাতা : করোনা আতঙ্ক কাটিয়ে বেশ কয়েক মাস হল ছন্দে ফিরেছে পরিষেবা। চালু হয়েছে পুরনো টোকেন সিস্টেমও। এবার অফিস টাইমে উপচে পড়া ভিড় সামাল দিতে মেট্রোর সময়সীমার ব্যবধান কমানো হচ্ছে বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ।

শনিবার কলকাতা মেট্রোর (Kolkata Metro Rail) তরফে জানানো হল,  আরও বেশি সংখ্যায় চালানো হবে ট্রেন। সকাল ও সন্ধেয়, যে সময় নিত্যযাত্রীদের ভিড় সবচেয়ে বেশি হয়, তখন পাঁচ মিনিটের ব্যবধানেই মিলবে পরিষেবা। এতদিন সারাদিনে চলত ২৮২ টি মেট্রো। তবে আগামী পয়লা জুলাই থেকে সেই সংখ্যা বেড়ে হবে ২৮৮। সোম থেকে শুক্রবার ১৪৪টি আপ এবং ডাউন লাউনে ১৪৪টি মেট্রো চলবে। কবি সুভাষ স্টেশন থেকে দমদমের মধ্যে চলবে এই ২৮৮টি মেট্রোই। এর মধ্যে ১৭২টি মেট্রো পরিষেবা (৮৬টি আপ এবং ৮৬টি ডাউন) মিলবে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ফলে সকালে ও সন্ধেয় পাঁচ মিনিট অন্ততই পাওয়া যাবে মেট্রো।

রবিবার সকালের প্রথম মেট্রো ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। শনিবার ও রবিবারের মেট্রোর সময়সূচি একইরকম থাকবে। এই দু’দিন মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =