ইউপিএসসি-র নতুন চেয়ারপার্সন হচ্ছেন প্রীতি সুদান, সামলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের দায়িত্ব

নয়াদিল্লি : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর নতুন চেয়ারপার্সন হচ্ছেন প্রীতি সুদান। ১৯৮৩ ব্যাচের এই আইএএস অফিসার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পদের দায়িত্বভার সামলেছেন আগেই, এবার আমলা হওয়ার পরীক্ষার বোর্ড ইউপিএসসি-র চেয়ারপার্সন হচ্ছেন তিনি। ১ আগস্ট থেকেই ইউপিএসসি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্বভার সামলাবেন প্রীতি সুদান।

কিছু দিন আগেই ইউপিএসসি-র সদ্য প্রাক্তন চেয়ারপার্সন মনোজ সোনি তাঁর পদ থেকে ইস্তফা দেন।

ইস্তফার কারণ ‘ব্যক্তিগত’ বলে জানান তিনি। মনোজ সোনি ইস্তফা দেওয়ায় ইউপিএসসি-র চেয়ারপার্সন পদ খালি হয়ে পড়েছিল। এবার সেই আসনের দায়িত্ব নিচ্ছেন প্রীতি সুদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =