পলিগ্রাফ টেস্টের পর, বৃহস্পতিবার নারকো পরীক্ষাও হল দিল্লির চাঞ্চল্যকর শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার। রোহিনির বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে দুই ঘণ্টা ধরে চলে এই পরীক্ষা। নারকো পরীক্ষার সময় আফতাবের স্বাস্থ্য একেবারে ঠিকঠাক থাকায়, পরীক্ষা পুরোপুরি সফল হয়েছে বলে জানিয়েছেন ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা।
এদিন নারকো পরীক্ষার জন্য আফতাবকে তিহার জেল থেকে কড়া নিরাপত্তার মধ্যে রোহিনির আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারকো টেস্টের পর, সেখানে তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। দুপুর ১টা নাগাদ পুলিশ তাকে ফের তিহার জেলে ফিরিয়ে নিয়ে যায়। ২-৩ দিন পর তাকে ফের পোস্ট নারকো পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবে ফিরিয়ে আনা হবে। সূত্রের খবর, নারকো পরীক্ষার সময় সে কী কী উত্তর দিয়েছে সেই বিষয়ে জানানো হবে আফতাবকে।
সূত্রের খবর, নারকো পরীক্ষায় শ্রদ্ধাকে হত্যার কথা স্বীকার করেছে আফতাব। পরীক্ষার সময় আফতাব দাবি করেছে, রাগ ও ক্ষোভের বশেই সে শ্রদ্ধাকে হত্যা করেছিল। পাশাপাশি সে জানিয়েছে, এই হত্যাকাণ্ডে মোট ৭টি অস্ত্র ব্যবহার করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোন কোন অস্ত্র ব্যবহার করেছে, হত্যার পর সেই সব অস্ত্র সে কোথায় ফেলেছে, তাও জেরায় জানিয়েছে আফতাব। শ্রদ্ধার মোবাইল ও জামাকাপড় কোথায় ফেলেছে, তাও এদিন জানিয়েছে আফতাব।