আইপিএলের মতো অকশন হল এ বার শ্রীলঙ্কা ক্রিকেটে। লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএল-এর চতুর্থ সংস্করণ হতে চলেছে। টুর্নামেন্টের সংক্ষিপ্ত ইতিহাসে এ বারই প্রথম নিলাম হচ্ছে। ভারতীয় ক্রিকেট প্রেমীরাও এই নিলামে নজর রেখেছিলেন। দেশের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম লিখিয়েছিলেন। মূলত নজর ছিল তাঁর দিকেই। আন্তর্জাতিক ক্রিকেটই শুধু নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার ইতিহাসে অন্যতম সেরা ব্যাটিং অলরাউন্ডার সুরেশ রায়না। তাঁর ফিল্ডিং দক্ষতা বিশ্বের সেরাদের তালিকায় শীর্ষ সারিতেই রাখবে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে নাম লিখিয়েছিলেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। জুলাই-অগস্টে হবে লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ। সুরেশ রায়না নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। তাঁর বেস প্রাইস রাখা হয়েছিল ৫০ হাজার ডলার। কিন্তু কেন ডাকা হল না তাঁর নাম? অকশন তালিকায় নাম থাকলেও কেন সুরেশ রায়নার নাম ডাকা হল না! সূত্রের খবর, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের জন্য নাম নথিভূক্ত করেননি সূরেশ রায়না। যদিও লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামের তালিকায় তাঁর নামা রাখা হয়। সেই থেকেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা নজর রেখেছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে। সেট নম্বর এগারোতে রাসি ভ্যান ডার ডুসেন এবং ইমাম উল হকদের সেটে ছ’নম্বরে নাম ছিল সুরেশ রায়নার। অকশনার চারু শর্মা বাকিদের নাম ডাকলেও রায়নার নাম ডাকেননি। মনে করা হয়েছিল, হয়তো অ্যাক্সেলারেট অকশনে তাঁর নাম ডাকা হতে পারে। সেখানেও ডাকা হয়নি। রায়না যদি নাম নথিভূক্তই না করে থাকেন, তাহলে তালিকায় তাঁর নাম কী করে এল, এই প্রশ্নও ওঠে। তাহলে কি নিলামের আগ্রহ বাড়াতেই রায়নার নাম রাখা হয়েছিল! বিশেষ সূত্রে খবর, না তো সুরেশ রায়না শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে রেজিস্ট্রেশন করেছিলেন, তিনি খেলতেনও না। সুরেশ রায়নাকে ফের ব্যাট হাতে দেখা যেতে পারে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। তবে রায়নার নাম নিয়ে ধোঁয়াশা যেন কাটল না।