নিজস্ব প্রতিবেদন, ঝালদা: টানা বৃষ্টিতে ধসে পড়ল কাঁচা বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল কাঁটাডি গ্রামের একটি পরিবার। ঘটনাটি ঘটেছে ঝালদা থানার ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের কাঁটাডি গ্রামে। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে শেখ সাহাজাহাদ ও সারু খাতুন বলেন, ‘রাতে প্রবল বৃষ্টিতে পাশের শালদহা নদীর জল পার্শ্ববর্তী কাঁটাডি গ্রামে ঢুকে পড়ে। সেই জলের স্রোতে আমার বাড়িটি ধসে যায়। সেই সময় ওই বাড়িতে পরিবারের ছ’- সাত জন ঘুমোচ্ছিলেন। তাঁরা কোনও রকমে প্রাণে বাঁচলেও বাড়িটি ধসে যায়। তাই প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানাই।’
যদিও বিষয়টি নিয়ে ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান শেখ সাহেজামাল জানান, এলাকায় একটি বাড়ি নয়, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনকি শালদহা নদীর গার্ডওয়ালটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই পঞ্চায়েত থেকে যতটা সহযোগিতা করার করা হবে। বিষয়টি নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।