পূর্ব বর্ধমান: মণ্ডপের থিমে ব্যবহৃত মশারি উদ্যোক্তারা হাসপাতালের শিশু ওয়ার্ডে ব্যবহারের জন্য তুলে দেন রোগী ও আত্মীয়দের হাতে৷
প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতিতে সে নিয়ে সচেতনতাকেই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলে ছিল বর্ধমান শহরের একটি মণ্ডপ। এই মণ্ডপের থিমে ব্যবহার ছিল প্রধানত মশারি। পুজোর পর সেই মশারি খুলে হাসপাতালে বিলি করার চিন্তাভাবনাও করেছে এই পুজো কমিটি। বর্ধমান শহরের ১ নং ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লি দুর্গাপূজা কমিটি বর্তমান ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সচেতনাকে হাতিয়ার করে প্রায় ২৫০টি মশারি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ব্যবহারের জন্য তুলে দেন রোগী ও আত্মীয়দের হাতে। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, পুজো বৈঠকে জেলাশাসক ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিলেন। ডেঙ্গুর ভয়াবহতা অনুমান করে, মৃত্যুর সংখ্যা দেখে কী ভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে তা বোঝাতেই তাঁদের এই উদ্যোগ।