নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: ভোট এক উৎসবই বটে! এহেন চিত্রই ধরা পড়ল কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের শোকনা গ্রামে।
সেখানে উধাও সিপিএম। এমনটাই দাবি তৃণমূলের। উৎসবের আমেজে গ্রামবাসীদের সঙ্গে মাতলেন তৃণমূল কর্মীরা। রীতিমতো চড়ুইভাতির মতো রান্নাবান্নার আয়োজনও করা হল। কয়েকশো মানুষের জন্য গ্রামেরই একটি জায়গায় সকাল থেকে রান্না হল ভাত, ডাল, সবজি, মাংস, চাটনি, পাপড়। রীতিমতো পিকনিকের আমেজে গোটা গ্রামের মানুষ এদিন সামিল হয়ে উৎসব করলেন।
কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার জানান, গ্রামের মানুষ সকাল থেকেই আনন্দের সঙ্গে ভোট দেন। ভোট দেওয়ার সঙ্গেই তাঁরা পিকনিকে মেতে উঠেছেন। তাঁর দাবি, গ্রামে সিপিএমের কোথাও দেখা নেই। গত শনিবার ভোটের সময় সিপিএম যেভাবে তাণ্ডব চালিয়েছিল, তার প্রতিরোধ করেছিলেন তৃণমূল কর্মীরা। যার কারণে অনেকেই আহত হন সেদিন। তাই আজকে সকলে নির্ভয়ে ভোট দেওয়ার সঙ্গে গোটা গ্রাম আনন্দে মেতেছে।