কলকাতা: ভ্যাপসা গরম কমবে কবে? বৃষ্টি এসে স্বস্তি দেবে কবে এই প্রশ্নই ঘুরছে দক্ষিণবঙ্গে।
মেঘলা আকাশ, মাঝেমধ্যে কয়েক পশলা বৃষ্টি এখনও পর্যন্ত এতেই তুষ্ট থাকতে হয়েছে কলকাতা ও শহরতলির বাসিন্দাদের। সময়ের আগেও এ রাজ্যে বর্ষা ঢুকে থমকে গিয়েছে উত্তরবঙ্গে।
তবে এবার আশার কথা শোনাল হাওয়া অফিস। আগামী সপ্তাহেই বর্ষা পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে। ১৪ জুন কিংবা ১৫ জুন বর্ষা ঢুকবে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর থেকেই বাড়বে বৃষ্টির দাপট।
শনিবারও সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। শুক্রবার রাতে বৃষ্টিও হয়েছে। তবে গুমোট গরমের অস্বস্তিটা রয়েই গেছে। শনিবারও শহরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন অস্বস্তি জারি থাকবে। এদিকে মুম্বইতেও বর্ষা ঢুকল শনিবার।
তবে দক্ষিণবঙ্গে বর্ষা না ঢুকলেও উত্তরবঙ্গে বৃষ্টির ধারাপাত চলছে অঝোরেই।লাগাতার বৃষ্টি চলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং-এ। ভিজছে দুই দিনাজপুর এবং মালদহও। দক্ষিণে গরমের অস্বস্তি কাটিয়ে বর্ষা এবার এল বলে।