দেশের সব প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দিতে চলেছেন নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। সেই লক্ষ্যে নেহেরু মিউজিয়ামের পাশেই তৈরি হয়ে গিয়েছে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’ (PM’s Museum)। আগামী ১৪ এপ্রিল ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বলেছেন, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দেয়। ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কেই তথ্য থাকবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’য়। এই সংগ্রহশালায় ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন তিনি। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন। সেদিন এই পিএম সংগ্রহশালার পাশাপাশি আম্বেদকরকে নিয়েও তৈরি হওয়া একটি সংগ্রহশালার উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী এদিন আম্বেদকর সংগ্রহশালাতেও যেতে অনুরোধ করেন বিজেপি সাংসদদের।
বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জীবন, তাঁর অবদান এসব নিয়ে নেহেরুর বাসভবনে একটি মিউজিয়াম আছে। তার পাশেই অন্যান্য সব প্রধানমন্ত্রীর অবদান নিয়ে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছে। ২৭০ কোটি টাকার এই প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়েছিল। ২০২০ সালের অক্টোবর মাসে এই সংগ্রহশালাটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বারবার কেন্দ্র সিদ্ধান্ত বদলানোয় কাজ শেষ হতে এতদিন সময় লেগে গেল। ঘটনা হল, একটা সময় শোনা যাচ্ছিল নেহেরু মিউজিয়ামকেই নাম বদলে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’ করা হতে পারে। তবে সূত্রের খবর, তেমন কিছু হচ্ছে না। নেহেরু মিউজিয়াম আগের মতই থাকছে। পাশে তৈরি হচ্ছে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’।