বোর্ড গঠনে তৃণমূলের নেতারা বাধা দিতে গেলে ফিরে না আসার হুমকি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ‘গ্রাম পঞ্চায়েত কারও পৈতৃক সম্পত্তি নয় যে বোর্ড গঠন আটকাবে। জেনে রেখো বোর্ড গঠনের দিন তৃণমূলের নেতারা বাধা দিতে গেলে, তারা কেউ ফিরে আসবে না।’ নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ও তার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়ার সোনামুখীর বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিতে গিয়ে এই ভাষাতেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এদিন তাঁর বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন হিসাবে কটাক্ষ করে তাঁর উরুভঙ্গের হুঁশিয়ারিও দেন দিবাকর ঘরামি।
রাজ্যে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই সোনামুখীতে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ, সোনামুখী ব্লকে দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে গিয়ে শাসকদলের হাতে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি আক্রান্ত হন স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিও। নির্বাচনের দিনও সোনামুখী ব্লকের বহু বুথে ছাপ্পা ও বুথ দখলের অভিযোগ ওঠে। তারপরও সোনামুখী ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।
সোনামুখীর বিজেপি বিধায়কের অভিযোগ, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন নিয়ে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল। বিধায়কের দাবি, তৃণমূল ওই পঞ্চায়েতগুলিতে বিজেপির বোর্ড গঠন করতে দেবে না বলছে। এই প্রসঙ্গ টেনে বিধায়ক দিবাকর ঘরামি এদিন বলেন, ‘জনগণের ভোটে জিতে বিজেপি ওই গ্রাম পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করবে। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পৈতৃক সম্পত্তি নয়। ওইদিন তৃনমূলের নেতারা আটক করতে গেলে আর ফিরে আসবেন না।’
এদিন বক্তব্য রাখতে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধনের সঙ্গে তুলনা করে তাঁর উরুভঙ্গের হুঁশিয়ারি দেন বিধায়ক দিবাকর ঘরামি। দিবাকর ঘরামি বলেন, ‘শুধুমাত্র রাজা হওয়ার লোভে দুর্যোধন একের পর এক অন্যায় করেছিলেন। সেসময় তা¥র উরু ভাঙার জন্য ভিম প্রতিজ্ঞা করেছিলেন। এ রাজ্যেও ভিম তৈরী হয়েছেন। ভিম হিসাবে শুভেন্দু অধিকারী দুর্যোধন অভিষেকের উরু ভাঙবে। যুধিষ্টিররূপী সুকান্ত মজুমদারের নেতৃত্বে এ রাজ্যে দুর্যোধনদের বধ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =